স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাস মহামারীর কারণ স্থগিত হয়ে আছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দ্রুতই শুরু হওয়ার কথা এই লিগের। যদিও তা নিয়ে আছে সংশয়। তবে এরই মাঝে প্লেয়ার্স ড্রাফট থেকে পরিবর্তিত (রিপ্লেসমেন্ট) খেলোয়াড় নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
২৭ এপ্রিল অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরি থেকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। মুলতান সুলতান্সে ঠিকানা হয়েছে আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে দলে টেনেছে করাচি কিংস।
আগামী ১ জুন শুরু হবে স্থগিত হয়ে যাওয়া আসরটি। ফাইনাল হবে ২০ জুন।