রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

‘বিপর্যয়ের’ সময়ে ভারতের জন্য প্রার্থনা বাবর আজমের

‘বিপর্যয়ের’ সময়ে ভারতের জন্য প্রার্থনা বাবর আজমের

স্পোর্টস ডেস্ক:

ভারত-পাকিস্তান প্রতিবেশী হলেও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দু’দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয় মোটেও। ক্রিকেটের মাঠে বিরাট কোহলি ও বাবর আজমরা একে অপরের শত্রু শিবির। যদিও মাঠের বাইরে দু’দেশের বেশ কিছু ক্রিকেটাররা পরস্পরের বন্ধু হিসেবেই পরিচিত।

বাবর অবশ্য করোনা মহামারীর কঠিন সময়ে বৈরিতাকে বিশেষ পাত্তা দিতে চাইলেন না। বরং এমন বিপযর্য়ের মুখেই একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালানো উচিত বলে মনে করেন পাকিস্তান দলনায়ক। ভারতে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের ছবিটা দেখে ব্যথিত বাবর। তিনি সোশ্যাল মিডিয়ায় ভারতের জন্য প্রার্থনা করার কথা জানালেন।

বাবর আজম একই বার্তা পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও।
সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877