রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
ম্যাজিস্ট্রেট পরিচয়ে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

ম্যাজিস্ট্রেট পরিচয়ে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক:

বাবা প্রধানমন্ত্রীর একান্ত সচিব, মা শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আর নিজে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট- এ পরিচয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন অভিজিৎ ঘোষ (২২) নামে এক যুবক। ওই তরুণীকে ‘ধর্ষণ’ও করেন তিনি। এ অভিযোগে গতকাল শনিবার রাতে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, ‘বিশ্ববিদ্যালয় ওই ছাত্রীর সঙ্গে অভিজিতের পরিচয় হয় ফেসবুকে। পরিচয়ের পর থেকে মেসেঞ্জারে মেসেজ আদান প্রদানের মাধ্যমে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন অভিজিৎ।’

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘অভিজিৎ নিজেকে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ ক্যাডারে চান্স পেয়েছেন বলে ছাত্রীকে জানান। তাকে বাংলাদেশের নামি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইনের প্রভাষক পদে যোগদান করার জন্য ই-মেইলে বার্তা দেওয়া হচ্ছে বলেও জানান। সর্বশেষ, ১২তম ব্যাচে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে ওই তরুণীকে ভূয়া তথ্য দেন।’

সহকারী কমিশনার নোবেল বলেন, ‘গ্রেপ্তারের কয়েক মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বন্ধুর সহায়তায় মেয়েটিকে ফিরিঙ্গিবাজারে একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন অভিজিৎ। পরে প্রতারণার বিষয়টি পরিস্কার হয়ে গেলে ওই তরুণী অভিজিতের বিরেুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে অভিজিৎকে গ্রেপ্তার করা হয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877