শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোলায় একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৩৭৮

ভোলায় একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৩৭৮

স্বদেশ ডেস্ক:

ভোলায় একদিনে ৩৭৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলায় ৩৭৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৬ জনে দাঁড়াল। বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। শয্যা সংকট থাকায় হাসপাতালের বারান্দা আর মেঝেতেই চলছে রোগীদের চিকিৎসা। আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৭৬টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, ভোলা সদর হাসপাতালের ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিল ১৩৩ জন রোগী। একই সময়ে দৌলতখানে ৩৮ জন, বোরহানউদ্দিনে ৪১ জন, লালমোহনে ৪৫ জন, চরফ্যাশনে ৫৮ জন, তজুমদ্দিনে ২৪ জন ও মনপুরায় ২৫ জন ডায়রিয়া আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন যা ওয়ার্ডের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি। গত ২ দিন জেলায় যথাক্রমে ৩৭৮ ও ৩৮৫ জন রোগী চিকিৎসা নিয়েছে।

এ বিষয়ে ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, গত এক মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ২৮৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৪৪৬ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877