স্বদেশ ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌদ্দগ্রামের মুন্সীরহাট বাজারের ফাতেমা ট্রেডাসের্র মার্কেটিং অফিসার উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের পেয়ার আহম্মদ, ট্রাক হেলপার জোরারগঞ্জের করেরহাটের আলমগীর হোসেন (৩৫) ও অজ্ঞাত একজন। আহতরা হলেন- চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরার রেদোয়ান ও রাজন, চট্টগ্রামের মিরশ্বরাইয়ের বারাইয়ারহাটের রাজিব, কিশোরগঞ্জের শাহাদাত, গাইবান্ধার পলাশবাড়ীর মামুন ও ট্রাক চালক শহিদ (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথায় সড়ক পারাপারের জন্য অপেক্ষায় থাকা রিকশা এবং মোটরসাইকেল আরোহীসহ ঢাকাগামী একটি লরি ওই রিকশা ও মোটরসাইকেলকে মুখে করে নিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে পাশের মিতালি হোটেলের ভিতরে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পেয়ার আহমেদ, ট্রাকে ঘুমিয়ে থাকা হেলপার আলমগীর ও অজ্ঞাত একজন নিহত হয়।
নিহত অজ্ঞাত ব্যক্তি লরি চালক হবে বলে পুলিশের ধারণা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো ফাঁড়িতে নিয়ে যায়।