বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

শয্যা সংকটে মেঝেতেই চলছে ডায়রিয়ার চিকিৎসাসেবা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

স্বদেশ ডেস্ক:

একদিকে সারা দেশে যেমন করোনাভাইরাসের প্রভাব বিস্তার করে আছে, তার সাথে কয়েকদিন ধরেই দেশজুড়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহ। তীব্র গরমে ভোলার দৌলতখানে বাড়তে শুরু করেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৈনিক গড়ে ভর্তি হচ্ছে ২৫ থেকে ৩০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। ৫০ শয্যার হাসপাতালে শয্যার অভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশে ছাড়াই আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের মেঝেতে।

আবহাওয়া পরিবর্তনের কারণে গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট রয়েছে দীর্ঘদিনের। এর মধ্যে প্রতিদিন শিশু থেকে শুরু করে সব বয়সী ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকসহ নার্সরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত দুইমাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭০০/৮০০ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদিকে, সাধারণ রোগীসহ ডায়রিয়া রোগীদের চাপ বাড়লেও তাদের সঠিকভাবে সেবা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা পিয়াস কান্তি সাহা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান জানান, নির্ধারিত শয্যার চেয়ে অতিরিক্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। সব রোগীদেরেই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ