রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন

‘স্বামীকে চুমু দেব আটকাতে পারবেন?’

‘স্বামীকে চুমু দেব আটকাতে পারবেন?’

স্বদেশ ডেস্ক;

ভারতে করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় রাজধানী দিল্লিতে চলছিল কড়াকড়ি। মোড়ে মোড়ে ছিল পুলিশের চেকপোস্ট। নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা। এমনই চেকপোস্টের মুখে পড়েছিলেন এক দম্পতি।

গাড়ির ভেতর তারা মাস্ক পরে ছিলেন না। আর গাড়ি থামাতেই তারা বলতে থাকেন, গাড়ি থামালেন কেন। আমরা স্বামী-স্ত্রী… গাড়ির ভেতর মাস্ক পরব কেন। কিন্তু আদালতের বিধি অনুসারে গাড়ির ভেতরেও মাস্ক পরতে হবে। কিন্তু সেই ‘ভুল’ তারা মানতে নারাজ। গাড়িতে থাকা নারী পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, আমি আমার স্বামীকে চুমু দেব, আপনি থামাতে পারবেন? গত রবিবার সন্ধ্যার এ কাহিনি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। খবর : এনডিটিভি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877