স্বদেশ ডেস্ক: চলতি প্রজন্মের জনপ্রিয় মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। একাধিক নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ক’দিন আগেও দারুণ ব্যস্ত ছিলেন তিনি। লকডাউনের কারণে আপাতত কাজ করছেন না এই অভিনেত্রী।
হিমির ভাষ্য, ‘করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কেবল বাড়ছেই। শোবিজের কিংবদন্তিরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। বিষয়গুলো মেনে নিতে কষ্ট হচ্ছে। নিজের মধ্যে সব সময়ই হারানো ভয় কাজ করছে।’ সঙ্গে যোগ করে এই অভিনেত্রী বলেন, ‘লকডাউনে কাজ বন্ধ রেখেছি। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাসায় আছি। বেশ কিছু কাজের শুটিং ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সব বন্ধ করতে হয়েছে।’
লকডাউনের আগে কি কাজ করা হয়েছে জানতে চাইলে হিমি বলেন, ‘সোহাগ কাজীর সাত পর্বের ঈদ ধারাবাহিক “চোরের উপর বাটপারি”র শুটিং শেষ করেছি। দুটি খণ্ড নাটকের কাজ করেছ। নাম “চুপি চুপি প্রেম” ও “তোমায় দেখে মায়া বাড়ে”। নাটক দুটিতে আমার বিপরীতে আছেন আরোশ। এছাড়া মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে একটি খণ্ড নাটকে কাজ করেছি। নাম “বিজ্ঞাপন”। পাশাপাশি আরও কিছু কাজ করা হয়েছে।’
সিনেমায় কাজ করার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘মনের মতো গল্প, চরিত্র পেলে অবশ্যই সিনেমায় কাজ করবো। সিনেমা বড় বিষয়, প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। আমি ভালো কিছুর মাধ্যমে বড় পর্দায় আসতে চাই।’