মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

ভারতে সব রেকর্ড ভেঙে একদিনে প্রায় পৌনে ৩ লাখ আক্রান্ত

ভারতে সব রেকর্ড ভেঙে একদিনে প্রায় পৌনে ৩ লাখ আক্রান্ত

স্বদেশ ডেস্ক:

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রোজ দেশটিতে সংক্রমণের নতুন রেকর্ড ভাঙছে। প্রতিদিন বিশ্ববাসী দেশটিতে করোনা ভয়াবহতার নতুন চিত্র দেখতে পান।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় পৌনে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। যা এ যাবৎকালে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড।

সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে দেশটির দুই নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন।  যা রোববারের চেয়ে প্রায় ১২ হাজার বেশি।  টানা ৫ম দিনের মতো ভারতে দুই লাখের বেশি আক্রান্ত হলেন। এর মধ্য দিয়ে ভারতে করোনা সংক্রমণ দেড় কোটি ছাড়াল।  মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ১,৫০,৬১,৯১৯ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১৬১৯ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ১ লাখ ৭৮ হাজার ছাড়িয়ে গেছে।

সংক্রমণ বৃদ্ধির জেরে দেশটিতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ২৮ হাজার ১৩ জন। এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৩২৯ জন। এত সংখ্যক সক্রিয় রোগী এর আগে হয়নি দেশে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী,  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ১৪৪১৭৮ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877