শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

বিকালের মধ্যেই ২৫ লাখ মুভমেন্ট পাসের আবেদন

বিকালের মধ্যেই ২৫ লাখ মুভমেন্ট পাসের আবেদন

স্বদেশ ডেস্ক: লকডাউনে বাইরে যেতে মুভমেন্ট পাস নেয়ার হিড়িক পড়েছে। মঙ্গলবার দুপুরের পুলিশের তরফে এই ব্যবস্থার উদ্বোধন করা হয়। এর পর বিকাল পাঁচটার মধ্যেই প্রায় ২৫ লাখ পাসের আবেদন করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া আট দিনের লকডাউনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ এই অ্যাপ চালু করে। অ্যাপটি উদ্বোধনের পর প্রথম ঘণ্টায় আবেদন জমা পড়েছে ১ লাখ ২৫ হাজার। পরে এটি আরো দ্রুত বাড়তে থাকে। বিকালের দিকে অতিরিক্ত চাপের কারণে অ্যাপটিতে অনেকে প্রবেশ করতে পারছেন বলে জানিয়েছেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি হায়দার আলী খান বিকাল সাড়ে পাঁচটার দিকে জানান, পাঁচটা পর্যন্ত প্রায় ২৫ লাখ আবেদন পড়েছে।

আবেদনের সংখ্যা দ্রুত বাড়ছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, আগামীকাল বুধবার থেকে সারা দেশে শুরু হওয়া লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না।’ অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877