শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

হেফাজতের শীর্ষ নেতা আজিজুল হক রিমান্ডে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

স্বদেশ ডেস্ক:

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০১৩ সালের মামলায় তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হেফাজতের মুখপাত্র ও শীর্ষ এই নেতার  সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান জানান, গতকাল রোববার সন্ধ্যায় আজিজুল হককে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ