বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে দেখতে যাচ্ছে চিকিৎসক দল

করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে দেখতে যাচ্ছে চিকিৎসক দল

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসকদের একটি দল। আজ সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ তাকে দেখতে যাবেন চিকিৎসকরা।

দুপুরে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, ‘গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে দেখতে আসবে চিকিৎসক প্রতিনিধি দল।’

এর আগে গত শনিবার খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হলে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হন তিনি।

জানা যায়, খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আরও ৯ জন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার বিকেলে জানান, ‘তিনি (খালেদা জিয়া) ভালো আছেন, তার অবস্থা স্থিতিশীল। বর্তমানে বাসাতেই ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন বলেন, ‘আল্লাহর রহমতে ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন ভালো। কোনো উপসর্গ তার নেই। জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো কিছুই নেই। বাসায় হাসপাতালের মতোই অক্সিজেনসহ সব ধরনের সাপোর্ট রয়েছে। আপাতত বাসাতেই খালেদা জিয়াসহ আক্রান্ত সবার চিকিৎসা চলছে। এর পরও প্রয়োজন হলে একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হবে; সেখানে চেয়ারপারসনের জন্য একটি কেবিন প্রস্তুত করা আছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877