মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

আজ শেষ হচ্ছে না চলমান লকডাউন : ওবায়দুল কাদের

আজ শেষ হচ্ছে না চলমান লকডাউন : ওবায়দুল কাদের

স্বদেশ ডেস্ক:

প্রথম দফার লকডাউনের সময়সীমা ছিল আজ রোববার পর্যন্ত। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। তবে আজই প্রথম দফার লকডাউন শেষ হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে রাজধানীর সংসদ ভবনের বাসভবনে সংবাদ সংম্মেলনে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, ‘চলমান লকডাউন আজ শেষ হচ্ছে না। চলবে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত। আর ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।’

১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে– জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা থাকবে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877