স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান।
নিজেই বিষয়টি নিশ্চিত করে আকরাম খান জানান, শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। বাসায়ই এই মুহূর্তে আইসোলেশনে আছেন।
তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হলেও সুস্থ আছি আমি। আমার তেমন কোনো সমস্যা নেই। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় জানতে পারি আমি করোনা আক্রান্ত। পরিবারের বাকি সদস্যদের অবস্থা এখনো জানা হয়নি। আজ সবার করোনা পরীক্ষা করা হবে।’
সাধারণ কিছু সমস্যা ছাড়া গুরুতর কোনো সমস্যায় ভুগছেন না আকরাম। গত কয়েকদিন সামান্য গলা ব্যথা ও ঠান্ডায় ভুগছিলেন তিনি। মূলত এই কারণেই আকরাম করোনা পরীক্ষা করেন। শুক্রবার পরীক্ষা করিয়েই, ওই দিন সন্ধ্যায় নিজে করোনা আক্রান্ত হওয়ার খবরটি পান।