মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

এদের কারণে আমাদের শিল্পের জায়গাটা ধ্বংস হচ্ছে

এদের কারণে আমাদের শিল্পের জায়গাটা ধ্বংস হচ্ছে

বিনোদন ডেস্ক:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। আগের মতো এখন অভিনয়ে খুব একটা দেখা যায় না তাকে। নিজ ব্যবসা নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন এই অভিনেতা। তবে এর মধ্যেই নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। নাম লেখাচ্ছেন প্রযোজকের তালিকায়। তার প্রতিষ্ঠানের নাম ‘ফাইভ স্টার’।

সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠানকে জুন মাসে অনলাইন প্লাটফর্মে নিয়ে আসবো। প্রস্তুতি চলছে। অনলাইনটাকে মূল রেখে আমরা এগুবো। সেটা অ্যাপস আকারেও হতে পারে। খুব শিগগিরই একটা ঘোষণা দিবো। ইচ্ছে আছে, আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে কাজ করবো না।’

হঠাৎ প্রযোজনা প্রতিষ্ঠান খোলার কারণ জানতে চাইলে এই অভিনেতা বললেন, ‘হঠাৎ করে পরিকল্পনা করেছি, এমনটা বলা যাবে না। নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান করার ভাবনা আমার বহুদিনের। সেই ভাবনা থেকেই এগিয়ে যাচ্ছি।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘কিছু মানুষের ধারণা কম টাকা দিয়ে প্রোডাকশন করে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য মাধ্যমে দিলে ভালো আয় হয়। এদের কারণে আমাদের শিল্পের জায়গাটা ধ্বংস হচ্ছে। সেসব বিষয় মাথায় রেখেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানটি সাজাচ্ছি। “ফাইভ স্টার” থেকে দর্শকদের নিয়মিত মানসম্মত কাজ উপহার দিতে চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877