স্বদেশ ডেস্ক:
নাইজেরিয়ার ইমো রাজ্যের একটি জেলে হামলা চালিয়ে বন্দিদের পালানোর ব্যবস্থা করে দেয় একদল সন্ত্রাসী। জেলরক্ষীদের সঙ্গে গুলিবিনিময় করার এক পর্যায়ে বোমা ফাটিয়ে জেলে প্রবেশ করে তারা। সেসময় জেল থেকে পালিয়ে যায় ১৮০০ জনেরও বেশি বন্দি। ডয়েচে ভেলে জানিয়েছে, এটিকে বলা হচ্ছে দেশটির ইতিহাসের অন্যতম বড় জেল-ভাঙার ঘটনা এটি। দেশটির সরকার বলছে, জেল ছাড়াও স্থানীয় সরকারি বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তবে ঠিক কি উদ্দেশ্যে বা কাকে মুক্ত করতে জেলে হামলা চালানো হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নাইজেরিয়ার ওই অঞ্চলে সক্রিয় আছে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী। এখনো কোনো গোষ্ঠী আক্রমণের দায় স্বীকার করেনি। দেশটির প্রেসিডেন্ট এমন ঘটনার নিন্দা জানিয়েছেন।