মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

বাস চলাচল নিয়ে যা জানালেন পরিবহন মালিক সমিতির মহাসচিব

বাস চলাচল নিয়ে যা জানালেন পরিবহন মালিক সমিতির মহাসচিব

স্বদেশ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে লকডাউনের মধ্যে বাসসহ অনান্য যানবাহন চলবে কি না সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘লকডাউন নিয়ে বা গাড়ি চলাচল নিয়ে এখনো আমরা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাইনি।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল রবিবার রাত পর্যন্ত অবশ্যই গাড়ি চলবে। তবে সোমবার থেকে গাড়ি চালানো হবে কি না সেটা নির্দেশন পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্পকারখানা চালু থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, ‘দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার দুই তিন দিনের মধ্যে সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য। সেক্ষেত্রে লকডাউন চলাকালে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে যেন তারা কলকারখানায় কাজ করতে পারে।’

আগে আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে লকডাউন বিষয়ক সরকারের সিদ্ধান্তের কথা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877