শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লকডাউন নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক বিকেলে

লকডাউন নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক বিকেলে

স্বদেশ ডেস্ক:

দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করা হবে বলে জানা গেছে। লকডাউনের রূপরেখা চূড়ান্ত করতে আজ শনিবার বিকেলে জরুরি বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই বৈঠকের পরই লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

বৈঠকে তিন বাহিনীর প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি’র মহাপরিচালক, আনসারের মহপরিচালকসহ চারটি গোয়েন্দা সংস্থার প্রধানদের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে আজ সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিনিয়ত করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার। আগামী সোমবার থেকে সাতদিন এই লকডাউন কার্যকর থাকবে।

লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও। তিনি জানান, লকডাউন চলাকালীন জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা খোলা থাকবে। তবে শিল্প-কারখানা খোলা রাখতে শ্রমিকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877