রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম সমিতির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের শেষ তারিখ ৪ঠা এপ্রিল ২০২১

চট্টগ্রাম সমিতির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের শেষ তারিখ ৪ঠা এপ্রিল ২০২১

স্বদেশ রিপোর্ট: সম্মানিত চট্টগ্রামবাসী ও সমিতির সদস্য ও সদস্যাবৃন্দ, প্রাণপ্রিয় চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইন্ক এর আসন্ন নির্বাচন ২০২১-২০২২ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের শেষ তারিখ আগামী ৪ঠা এপ্রিল ২০২১ রবিবার সন্ধা ৭টা পর্যন্ত। তাই উত্তর আমেরিকাস্থ সম্মানিত চট্টগ্রামবাসীকে এই কর্মসূচীতে নিজেদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য হওয়ার সুযোগ গ্রহণ করার জন্য চট্টগ্রাম সমিতির নির্বাচন কমিশন আহ্বান জানিয়েছেন। দুই বৎসরের সদস্য ফি ২৪ (চব্বিশ) ডলার দিয়ে, আবেদন ফরম পূরণ করে আসন্ন নির্বাচনে চট্টগ্রাম সমিতির গঠনতন্ত্রের ধারা অনুযায়ী ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার অনুরোধ রইল।উল্লেখ্য যে, বিগত ২৭শে মার্চ ২০২১ ইং শনিবার সমিতির কার্যালয়ের সামনে উদ্ভুত বিশৃঙ্খল পরিস্থিতিতে সমিতির কার্যালয় আগামী ১৫ই এপ্রিল ২০২১ সন পর্যন্ত বন্ধ থাকার সিদ্ধান্তের কারণে সমিতির কার্যালয়ে কোন সদস্য সংগ্রহ, অনুষ্ঠান বা কার্যাদি অনুষ্ঠিত হবে না। ভোটার সংগহের কার্যাদি নির্বাচন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ নিজস্ব অবস্থান থেকে সম্পন্ন করবে। সকলের সহযোগিতা একান্ত কাম্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877