স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টি সিরিজও খুঁইয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে টাইগাররা। আজ বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। তবে সেখানে বৃষ্টি থাকায় ম্যাচ শুরু হতে কিছুটা বিঘ্ন হচ্ছে।
ব্যক্তিগত কারণে শুরু থেকেই টি-টোয়েন্টি সিরিজে নেই তামিম ইকবাল। এরপর ইনজুরির কারণে ছিটকে যান অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়ে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে শেষ ম্যাচে টাইগারদের সপ্তম অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়ং।