স্বদেশ ডেস্ক: দেশে গত ৯ মাসে সর্বোচ্চ ৩ হাজার ৯০৮ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। করোনায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে করোনার এই সর্বশেষ পরিস্থিতি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্তের ৩৮৬তম দিনে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মহামারিতে ৮ হাজার ৯০৪ জনের মৃত্যু হলো।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ হাজার ৯০৮ জন। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।