স্বদেশ ডেস্ক:
পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনের হাওয়া অন্য রকম- নির্বাচনী উত্তাপ ছাড়িয়ে পৌঁছে গেছে মহারণে। সেই ‘যুদ্ধ’ আজ থেকে শুরু হতে যাচ্ছে। শুরুর দিকে লড়াইটা বিজেপি-তৃণমূলের সোজাসুজি দ্বিপাক্ষিক থাকলেও নির্বাচন যত কাছে এসেছে- হিসাবটি ত্রিমুখী লড়াইয়ে রূপ নিয়েছে। অর্থাৎ বাম-কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট হিসেবে ভাগ বসিয়েছে।
বিজেপি এবার সর্বশক্তি নিয়ে রাজ্যে সরকার গঠনের পণ নিয়ে মাঠে নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহর মতো শীর্ষ নেতারা রাজ্যে একের পর এক জনসভায় অংশ নিয়েছেন। অন্যদিকে তৃণমূল ঘোষণা দিয়েছে- এবারের লড়াই ‘অস্তিত্ব’ রক্ষার লড়াই। সেই লক্ষ্যেই লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ পর্বে যা শেষ হবে ২৯ এপ্রিল। আর ২ মে জানা যাবে জনরায় কার পক্ষে গেছে। এদিকে পশ্চিমবঙ্গে নির্বাচনে নিরাপত্তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূলের গু-ারা বুথ দখল করতে পারে বা ভোটারদের ভয়ভীতি দেখাতে পারে। একই অভিযোগ তৃণমূলেরও। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কমিশন বিজেপির ‘খুরতুতো ভাই’। কেননা নির্বাচনের কয়েক দিন আগে রাজ্যে প্রশাসনে রদবদল করা হয়েছে। এতে তৃণমূল বলছে, এর পেছনে নিশ্চয়ই কারসাজি রয়েছে। এমন প্রেক্ষাপটে বিপুলসংখ্যক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ পশ্চিমবঙ্গের ৫ জেলার ৩০ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মোট ৩০টি আসনে ভোট গ্রহণ করা হবে। আজ হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে তৃণমূলের জুন মালিয়ার নাম। মেদিনীপুর থেকে লড়ছেন তিনি। কাঙ্কাল ইস্যুতে অভিযুক্ত নেতা সুশান্ত ঘোষকে এবার শালবনি কেন্দ্রে প্রার্থী করেছে সিপিএম। অন্যদিকে পুরুলিয়ার জয়পুরে তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করেছে। তাই জয়পুর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংদেকে সমর্থন করেছে তৃণমূল। মাওবাদী অধ্যুষিত এলাকা বলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ঝাড়গ্রাম জেলাজুড়ে। ঝাড়গ্রামে মোট ১৩০৭টি ভোট। সংশ্লিষ্ট জেলায় ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ঝাড়গ্রাম কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন বীরবাহা হাঁসদা। তাকেই প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্রে এবার সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মধুজা সেন রায়। বিধানসভা ভোটে বামেদের তরুণ মুখের মধ্যে অন্যতম মধুজা। বিজেপির প্রার্থী সুখময় শতপথী।