বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

কবি কায়কোবাদের জন্ম

কবি কায়কোবাদের জন্ম

স্বদেশ ডেস্ক:

কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (১৮৫৭, ২৫ মার্চ-১৯৫১, ২১ জুলাই) বাংলাভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। তিনিই আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। এ ছাড়া তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।

কায়কোবাদ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঢাকা জেলা জজকোর্টের একজন আইনজীবী শাহামাতুল্লাহ আল কোরেশীর পুত্র। সেন্ট গ্রেগরি স্কুলে অধ্যয়ন করেন। পিতার অকালমৃত্যুর পর তিনি ঢাকা মাদ্রাসাতে (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) ভর্তি হন যেখানে তিনি প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করেছিলেন। উপরন্তু তিনি পরীক্ষা দেননি, বদলে পোস্টমাস্টারের চাকরি নিয়ে তার স্থানীয় গ্রামে ফিরে আসেন, যেখানে তিনি অবসর গ্রহণের আগ পর্যন্ত কাজ করেছেন। ১৯৩২ সালে তিনি কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের প্রধান অধিবেশনে সভাপতিত্ব করেন। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে- বিরহ বিলাপ, মহাশ্মশান, অমিয় ধারা, শ্মশানভস্ম প্রভৃতি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877