মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

ভিভো ‘এক্স’ সিরিজের ফোন পাওয়া যাবে বাংলাদেশও

ভিভো ‘এক্স’ সিরিজের ফোন পাওয়া যাবে বাংলাদেশও

স্বদেশ ডেস্ক:

মিডরেঞ্জের স্মার্টফোন থেকে সরে এসে অনেক গ্রাহকের ঝোঁক এখন ফ্ল্যাগশিপে। পছন্দের ব্র্যান্ডের সবচেয়ে সেরা সিরিজের, সেরা ক্যামেরা ও সেরা মানের স্মার্টফোনটি নিতে ফ্ল্যাগশিপ ফোনের যেন কোনো বিকল্প নেই। দেশি-বিদেশি কোম্পানিগুলোও তাই আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের সেরাটি নিয়ে আসছে বাজারে।

এরই ধারাবাহিকতায় দেশে এবার আসছে ভিভো’র এক্স সিরিজের ’ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন। ভিভো’র সবগুলো সিরিজের মধ্যে এক্স সিরিজের স্মার্টফোনগুলো সর্বাধিক প্রিমিয়াম লেভেলের। এর আগে বাংলাদেশে ভিভো’র ভি, ওয়াই এবং এস সিরিজের স্মার্টফোনগুলো এলেও এক্স সিরিজের ফোন দেশে এবারই প্রথম আসবে।

তবে ভিভো বাংলাদেশ থেকে এখনো এক্স সিরিজটির নির্দিষ্ট কোনো মডেল বা স্পেসিফিকেশন্স নিয়ে কোনো ঘোষণা আসেনি। এদিকে, কিছুদিন আগেই পাশের দেশ ভারতে যাত্রা শুরু করেছে ভিভো’র এক্স ৫০ স্মার্টফোনটি। এরই মধ্যে দেশটিতে আবার এক্স ৬০ আনার ঘোষণাও দিয়েছে ভিভো।

ভিভো বাংলাদেশের তথ্যমতে, ভিভো’র এক্স সিরিজের স্মার্টফোনগুলো ’ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন। এক্স সিরিজ দিয়ে বাংলাদেশের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তার করতে চায় ভিভো। পাশাপাশি এই ভিভো এক্স সিরিজ বাংলাদেশে এলে বর্তমানে বাজারে থাকা আইফোন ১১, আইফোন ১১ প্রো, স্যামসাং এস২০,  স্যামসাং এস২০ আলট্রা, হুয়াওয়ে পি৪০-এই ফোনগুলোর সমমানের প্রতিদ্বন্দ্বী হবে। একই সাথে এটি হবে বাংলাদেশে ভিভো’র সবচেয়ে দামি ও প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877