স্পোর্টস ডেস্ক:
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ। লিটন, সৌম্য ও তামিমের পর এবার বিদায় নিন মুশফিকুর রহিমও। মিচেল স্যান্টনারের অফসাইডের বাইরে করা বলটাকে মুশফিক মিড অনের ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন সীমানার বাইরে। ব্যাটে-বলে হলো না। ফলে মিড অনে হেনরি নিকলসের হাতে ধরা পড়ে আউট হন তিনি।
তার আগে অবশ্য মোহাম্মদ মিঠুনের সঙ্গে মিলে গড়েন ৬১ বলে ৫১ রানের একটা জুটি। ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে লড়ছে টাইগাররা। মাঠে এখন রয়েছেন মিথুন ও মিরাজ।