বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

নিবন্ধন ৬০ লাখ ছাড়িয়েছে, টিকাগ্রহীতা প্রায় ৪৭ লাখ

নিবন্ধন ৬০ লাখ ছাড়িয়েছে, টিকাগ্রহীতা প্রায় ৪৭ লাখ

স্বদেশ ডেস্ক: সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৩৩তম দিনে আজ ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৩৩ জন। আগের দিনের চেয়ে আজ টিকাগ্রহীতার সংখ্যা সামান্য বেড়েছে। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ১৩ হাজার ৪১০ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৫৬ হাজার ৩৪ জন এবং নারী ১৭ লাখ ৩১ হাজার ৭৯০ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৮৯৭ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬০ লাখ ৭ হাজার ১০৩ জন।

প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877