রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

ঢাকায় গ্রীষ্মে লোডশেডিং হবে না

ঢাকায় গ্রীষ্মে লোডশেডিং হবে না

স্বদেশ ডেস্ক:

ঢাকা এবং নারায়ণগঞ্জের বৃহৎ অংশে এবার গ্রীষ্মে লোডশেডিং হবে না। বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনি লিমিটেড (ডিপিডিসি) বলছে, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় যদি কোনো ব্যাঘাত না ঘটে, তবে এবার গ্রীষ্মে কোম্পানির বিদ্যুৎ বিতরণ এলাকায় সরবরাহ ব্যবস্থা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো থাকবে। তুলনামূলক স্বস্তিদায়ক বিদ্যুৎ সরবরাহ থাকবে। এ ছাড়া গত বছরের তুলনায় এ বছর বেশি বিদ্যুৎ চাহিদা থাকবে বলেও মনে করছে কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তারা।

মুজিববর্ষ উপলক্ষে ডিপিডিসি ১২ দিনব্যাপী ‘ভ্রাম্যমাণ বিদ্যুৎসেবা’ চালু উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান সাংবাদিকদের এ তথ্য জানান।

গতকাল বিদ্যুৎ ভবনের ডিপিডিসির কার্যালয়ে কোম্পানির বোর্ডরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় কোম্পানিটির সচিব মো. আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মোস্তফা, নির্বাহী পরিচালক (প্রকৌশল) গিয়াস উদ্দিন জোয়ার্দার, ডিজিএম (জনসংযোগ) শামীমুল হাসান উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নে ব্যবস্থাপনা পরিচালক বলেন, এবার গরমে ঢাকায় ডিপিডিসির অধীন বিদ্যুতের চাহিদা থাকবে ১ হাজার ৯০০ মেগাওয়াট। ফলে এ এলাকায় এবার কোনো লোডশেডিং হবে না। বিকাশ দেওয়ান বলেন, এবার গ্রীষ্মে আমাদের অধীন এলাকায় গ্রাহকের বিদ্যুতের চাহিদা ১ হাজার ৯০০ মেগাওয়াট। লোডশেডিং যেন না হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তবে একেবারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ জন্য আমরা যেসব প্রকল্প হাতে নিয়েছি, তার বেশিরভাগই ওই সময় শেষ হবে। তিনি বলেন, আমরা গ্রাহকের দরজায় সেবা পৌঁছে দিতে ১২ দিন ৩৬টি জোনে ভ্রাম্যমাণ ট্রাক নিয়ে যাচ্ছি। এই ট্রাক থেকে গ্রাহক তাদের সব ধরনের সেবা পাবেন। এই ট্রাক নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দুটি বিষয়ে গুরুত্ব দিচ্ছি, তা হলো : বিদ্যুৎ থেকে যেসব দুর্ঘটনা ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন করা এবং ডিপিডিসির কাজগুলো যেন অনলাইনে করা যায়, দালালের যেন প্রয়োজন না হয়।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব এমন সব ধরনের সেবা থাকবে। মানুষ নতুন সংযোগের আবেদন করলে যাচাই-বাছাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে কারও অভিযোগ থাকলে সেগুলোর সুরাহা করা হবে। একই সঙ্গে ভেন্ডিং মেশিন থাকবে। মানুষ চাইলে এখান থেকে প্রিপেইড মিটারে রিচার্জ করতে পারবেন। তিনি আরও জানান, লোড বৃদ্ধি, মিটার পরিবর্তন, ভুল সংশোধনসহ সব ধরনের সেবা দেওয়া হবে। অনেক কাজ হয়তো একদিনে করা যাবে না। সে কাজগুলো যত দ্রুত সম্ভব করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ব্যবস্থাপনা পরিচালক গ্রাহকদের উদ্দেশে বারবার আহ্বান জানান, কারও কোনো সমস্যা হলে কোম্পানির কল সেন্টার ১৬১১৬ কল করেন। তিনি গ্রাহকদের পর্যায়ক্রমে তথ্যপ্রযুক্তির ওপর নির্ভর হতে আহ্বান জানান। বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে গ্রাহকদের নির্দেশ দেওয়া হয়েছে সবাই যাতে অনুমোদিত লোড, তারের বৈদ্যুতিক পরিবহন ক্ষমতার অতিরিক্ত কোনো যন্ত্রণাংশ ব্যবহার না করতে। বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে সব ক্ষেত্রে বিদ্যুৎ বিতরণ কোম্পানির দিক নির্দেশনা মেনে চলতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877