বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গতকাল সোমবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, শরীরে আপাতত করোনার উপসর্গ নেই। তবে চিকিৎসাধীন রয়েছেন।

সিঙ্গাপুরে কোয়ারেন্টিনে আছেন বলেও ইনস্টাগ্রামে পোস্টে জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। পোস্টে তিনি লিখেছেন- ‘শরীর ভালোই আছে। আমার পরিবার ও কর্মীরাও সুস্থ আছেন। চিকিৎসক যা বলছেন, সেটা মেনে চলছি। প্রার্থনা, শুভকামনার জন্য অনুরাগীদের ধন্যবাদ।’

এদিকে ঋতুপর্ণা রাজনীতিতে নামছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। খবরটি যে নিছক গুঞ্জনই, তা পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। তিনি বলেছেন, এখনই দলীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান না।

চলতি মাসে উত্তম কুমারের বায়োপিক ‘অচেনা উত্তম’র দৃশ্যধারণ শুরু হওয়ার কথা ছিল। ওই সিনেমায় মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা। তবে, করোনা আক্রান্ত হওয়ায় সব কাজ স্থগিত হয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ