স্বদেশ ডেস্ক: যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ৫ই জানুয়ারি। তখন অন্তত ৫ জনের শরীরে এ ভাইরাস ধরা পড়ে। এতোদিন এ তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। মার্চে এসে এই তথ্য প্রকাশের পরও জানা যাচ্ছে না এই ধরণটি কতোটা ছড়িয়েছে। এখন বলা হচ্ছে অন্তত ১০ জনের শরীরে এই ধরণ শনাক্ত হয়েছে। দেশে করোনা নেই এমন একটা আবহের মধ্যে এখন করোনা আবার চোখ রাঙাচ্ছে। লাফ দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কেন মৃত্যু বাড়ছে, শনাক্তের গ্রাফ ঊর্ধমুখি এরও কোন তথ্য নেই।