সোমবার, ১৭ Jun ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

স্বদেশ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাযদুল কাদের বাইপাস সার্জারির পরবর্তী চেকআপের জন্য আগামী ১৪ জুলাই সিঙ্গাপুর যেতে পারেন বলে জানা গেছে। সড়ক পরিবহন বিভাগের তথ্য কর্মকর্তা আবু নাছের বিষযটি নিশ্চিত করেছেন। গত ৩ মার্চ সকালে বুকে প্রচ- ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে।

এরপর ভারতের বিখ্যাত হƒদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। পরে সুস্থ হওয়ার পর গত ০৫ এপ্রিল মাউন্ট এলিজাবেথ থেকে ছাড়পত্র পান ওবায়দুল কাদের। তবে ওই হাসপাতালের কাছেই ভাড়া বাসায় থেকে যান তিনি। সিঙ্গাপুরে দুই মাস ১০দিন চিকিৎসা শেষে গত ১৫ মে দেশে ফিরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877