শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাজশাহী-আব্দুলপুর ডাবল লাইন করার পরিকল্পনা আছে: রেলমন্ত্রী

রাজশাহী-আব্দুলপুর ডাবল লাইন করার পরিকল্পনা আছে: রেলমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

রাজশাহীর রেল ভবন ও রেল স্টেশনের বিভিন্ন স্থাপনা শুক্রবার পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এর আগে বেলা সোয়া ১১টায় রেল ভবনে রেলমন্ত্রীকে শুভেচ্ছা জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ রেলের কর্মকর্তা ও শ্রমিক লীগের নেতারা।

পরিদর্শনকালে মেয়র ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি আকতার আলী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

পরে রেলমন্ত্রী বলেন, রেল ব্যবস্থাকে আরও কীভাবে আধুনিক, যুগোপযোগী এবং মানুষের জন্য সহায়ক হিসাবে গড়ে তোলা যায় সেই চেষ্টা করছি আমরা। রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত রেললাইন ডাবল করার পরিকল্পনা আমাদের আছে। ধীরে ধীরে সবগুলোই আমরা ডাবল লাইন করছি। খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেললাইন ডাবল করতে ডিপিপি তৈরির কাজ চলছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন করার কাজ চলছে। যমুনা নদীর ওপর সেতুটিও ডুয়েল গেজ ডাবল লাইন করা হচ্ছে, সেই ব্রিজের ওপর দিয়ে ১০০ কিলোমিটার মিটারগেজ ও ১২০ কিলোমিটার ব্রডগেজ গতি নিয়ে চলাচল করতে পারবে। রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর ব্যাপারে রেলমন্ত্রী বলেন, আপনারা যে রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চান, সেটি শোনার জন্যই এখানে এসেছি। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ইতোমধ্যে ডিও প্রদান করেছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। রাজশাহী রেলওয়ে স্টেশনকে জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের নামে নামকরণ করার দাবির পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, শহিদ এএইচএম কামারুজ্জামান শুধু আমাদের জাতীয় নেতাই নন, তিনি আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ। এ ব্যাপারে আমাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হলে আমরা অনুমোদন দেব।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ জুলাই আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত সিঙ্গেল ব্রডগেজ রেললাইনটি ডাবল লাইন করার জন্য রেলমন্ত্রী বরাবর ডিও লেটার দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

‘এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন’-গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, এদিন বিকালে রেলমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, গত বছরের মতো এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হবে। তিনি বলেন, এলাকার কৃষিজাত পণ্য পরিবহনের জন্য যাত্রীবাহী ট্রেনের সঙ্গে লাগেজভ্যান লাগানো হবে। তিনি এ রুট দিয়ে নেপালে সার যাওয়ার কথা উল্লেখ করে জানান, ভবিষ্যতে ভুটানের সঙ্গেও রেল যোগাযোগ স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি করোনাকালে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিলউদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান মতি উপস্থিত ছিলেন।

‘এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন’-গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, এদিন বিকালে রেলমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, গত বছরের মতো এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হবে। তিনি বলেন, এলাকার কৃষিজাত পণ্য পরিবহনের জন্য যাত্রীবাহী ট্রেনের সঙ্গে লাগেজভ্যান লাগানো হবে। তিনি এ রুট দিয়ে নেপালে সার যাওয়ার কথা উল্লেখ করে জানান, ভবিষ্যতে ভুটানের সঙ্গেও রেল যোগাযোগ স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি করোনাকালে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিলউদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান মতি উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877