সোমবার, ১৭ Jun ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

গণ ফোরাম সম্পাদক রেজা কিবরিয়া লন্ডন সফরে

গণ ফোরাম সম্পাদক রেজা কিবরিয়া লন্ডন সফরে

স্বদেশ ডেস্ক: ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। ১২ জুলাই ড. রেজা কিবরিয়া লন্ডন গণফোরাম কর্তৃক আয়োজিত ব্রিটিশ বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যোগদানের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন।  আগামী ২ আগস্ট পর্যন্ত ড. রেজা কিবরিয়া ইংল্যান্ডেই থাকছেন। সফরকালীন সময়ে তিনি লন্ডন, লিভারপুল, সাউথাম্পটন, ওল্ডহ্যাম, ম্যানচেস্টার, কার্ডিফে প্রবাসীদের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানেও তাঁর যোগদানের কথা রয়েছে।

জানা গেছে, ১৫ জুলাই দুপুর একটায় সাউথাম্পটন এক আলোচনা সভায় যোগদান করবেন ড. রেজা কিবরিয়া। পরদিন ১৬ জুলাই লন্ডনে অবস্থানরত নবীগঞ্জ-বাহুবল এলাকাবাসী কর্তৃক আয়োজিত নিদা হাউসে এক মতবিনিময় সভায় যোগদানের পাশাপাশি ওইদিন রাত ১০ টায় উর্মি মাজহারের উপস্থাপনায় এটিএন বাংলা’য় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সফরকালীন সময়ে গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা যুক্তরাজ্যের সরকারের কয়েকজন মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877