বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

বরিশালে ভাসমান পেয়ারা হাট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত…..

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯

স্বদেশ ডেস্ক: ঝালকাঠিতে ঐতিহ্যবাহী পেয়ারার বৃহত্তর ভাসমান হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। ১১ জুলাই সকাল ৯টার দিকে তিনি সদর উপজেলার ভীমরুলী গ্রামের খালে পেয়ারার এই হাট পরিদর্শনে আসেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

মার্কিন রাষ্ট্রদূত ট্রলারে করে ভীমরুলী গ্রামের ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখেন। পরে তিনি ডিঙি নৌকায় চড়ে স্থানীয় পেয়ারা ও সবজিচাষিদের সঙ্গে কুশলবিনিময় করেন। ডিঙি নৌকায় চড়ে বৈঠা হাতে রাষ্ট্রদূত নৌকা চালানোরও চেষ্টা করেন। এদিকে রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে খালের দুই তীরে শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভাসমান পেয়ারা হাট পরিদর্শন শেষে আর্ল আর মিলার উচ্ছ্বসিতভাবে পেয়ারা হাটের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি এখানকার আতিথেয়তারও প্রশংসা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ