স্বদেশ ডেস্ক: পটুয়াখালীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে দাদন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ১২ জুলাই সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির মৃত্যু হয়। সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। স্থানীয় গ্রাম পুলিশ আলতাব হোসেন জানান, ১১ জুলাই রাত আড়াইটার দিকে তাকে স্থানীয় ইউপি সদস্য ফোন করে ঘটনা জানালে তিনি গিয়ে দেখেন স্থানীয়রা এক ব্যক্তিকে পিটিয়ে মাটিতে ফেলে রেখেছে। এসময় বিষয়টি তিনি সদর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত দাদন মিয়ার বাড়ি মাদারীপুর জেলার শিবচর এলাকায়।