রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

আজ বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে

আজ বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে

স্বদেশ ডেস্ক:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। গতকাল মঙ্গলবার রাতে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশিয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।

এ অবস্থায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী জেলাসহ ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদীবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।

এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ৬ থেকে ১২ কিলোমিটার থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877