স্বদেশ ডেস্ক: মিয়ানমারে প্রাণ হারিয়েছেন আরো দুই বিক্ষোভকারী। আজ সোমবার তাদেরকে উত্তরাঞ্চলীয় শহর মিতকিইনাতে গুলি করে হত্যা করা হয়েছে। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার ওপর পড়ে আছে দুটি মৃতদেহ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এই ব্যক্তিরা আজকের বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এ সময় তাদের ওপর স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তখন পার্শ্ববর্তী ভবন থেকে সরাসরি গুলি করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।