মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

পত্রিকায় নারী নির্যাতনের খবর ছাড়া কিছু নেই : রিজভী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১

স্বদেশ ডেস্ক:

খবরের কাগজের পাতা খুলে শুধু নারী নির্যাতনের খবর ছাড়া আপনারা কিছুই দেখবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালির আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আইয়ুব খান উন্নয়নের দশক করেছিল, স্বৈরাচারী শাসকের উন্নয়নের দশক। খবরের কাগজের পাতা খুলে শুধু নারী নির্যাতনের খবর ছাড়া আপনারা কিছুই দেখবেন না। তিনি বলেন, বর্তমান সময় আমরা সরকারের লোকজনের কাছ থেকে অনেক কথা শুনি। উন্নয়নের চাকচিক্যের কথা শুনি, কিন্তু উন্নয়নের চাকচিক্যের আড়ালে কত নারীর বোবা কণ্ঠ, কত নারী-শিশুর গোঙ্গানির শব্দ এই আমলে হয়েছে তার হিসেব নেই। তিনি বলেন, কার কথা বলব! মিতুর কথা বলবো, না তনুর কথা বলব, না খাদিজার কথা বলব?।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ