স্বদেশ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া সোমবার বিকেল ৫টা থেকে শুরু হবে।
ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনলাইন ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন।
ভর্তিচ্ছুরা সোমবার বিকেল ৫টা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, ‘ক’-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে ২০২১ শুক্রবার, ‘খ’-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে ২০২১ শনিবার, ‘গ’-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে ২০২১ বৃহস্পতিবার, ‘ঘ’-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে ২০২১ শুক্রবার, ‘চ’-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন ২০২১ শনিবার এবং ‘চ’-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ১৯ জুন ২০২১ শনিবার অনুষ্ঠিত হবে।