শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

ইসির ভাবমুর্তি ক্ষুণ্ন করেননি মাহবুব, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছেন সিইসি

ইসির ভাবমুর্তি ক্ষুণ্ন করেননি মাহবুব, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছেন সিইসি

স্বদেশ ডেস্ক:

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইসির ভাবমুর্তি ক্ষুণ্ন করেননি বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। রিজভী বলেন, ‘সিইসি’র নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে।’

আজ বুধবার মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন রিজভী। সিইসি সম্পর্কে তিনি আরও বলেন, ‘কে এম নূরুল হুদার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো, তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না। যদি তার ন্যূনতম বিবেকবোধ থাকতো; তাহলে নিজের অপকর্মের জন্য অনুশোচনা করতেন।’

সিইসির উপর ক্ষোভ ঝেড়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ি সিইসি কে এম নূরুল হুদা।’

সরকারের হেফাজতে কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ করে বিএনপি। বিক্ষোভের অংশ হিসেবে মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি মিরপুর ১১ নম্বর সেক্টর থেকে সাড়ে ১০ সেক্টরে এসে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষ হওয়ার কিছু সময় আগে পুলিশ হামলা করে। পরে দিলের ৪ কর্মীকে আটক করে নিয়ে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও অংশ নেন মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবী থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক, রূপনগরের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মজিবুল হকসহ সহস্রাধিক নেতাকর্মী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877