স্বদেশ ডেস্ক: চলতি বছরের শেষেই আমেরিকায় শিশুদের টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, আমেরিকায় ইতিমধ্যেই জোরকদমে চলছে টিকাকরণের কাজ। স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি প্রশাসনের কর্তাদের টিকাকরণের কাজ প্রায় শেষের দিকে। এবার তাদের প্রবীণদের টিকাকরণের কাজ চলছে। স্কুল-কলেজ পড়ুয়াদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে মরিয়া বাইডেন প্রশাসন। তাদের দেশের লক্ষ লক্ষ শিশুরা এখনও ঘরে থেকেই প্রয়োজনীয় কাজ করছেন। স্কুল-কলেজের সঙ্গে তারা অনলাইনে তাদের পাঠ চালাচ্ছেন।