স্বদেশ ডেস্ক: চীনে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তাই ২০২২ সালের অলিম্পিক না খেলার ডাক উঠল আমেরিকা থেকে। রিপাবলিকানদের পক্ষ থেকে এমনটাই জানিয়েছে নিকি হালে। ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, এবিষয়ে অলিম্পিক কর্তৃপক্ষকে তারা একটি চিঠি পাঠাবে। সেখানে তারা বিকল্প স্থানের দাবিও জানাবে। প্রসঙ্গত, ২০২২ সালের ৪ঠা ফেব্রুয়ারি থেকে বেইজিংয়ে বসবে অলিম্পিকের আসর। বিষয়টি নিয়ে যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে বিশেষ কোনও কথা বলা হয়নি। এটা সকলেই জানে অলিম্পিকের আসরকে অন্যভাবে কাজে লাগাতে চাইছে বেইজিং।