শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

৩ লাখ কোটি ডলার ঋণে জর্জরিত আমেরিকা!

৩ লাখ কোটি ডলার ঋণে জর্জরিত আমেরিকা!

স্বদেশ ডেস্ক:

বিশ্বের সেরা ধনী দেশ, না কি সেরা শক্তিশালী? আমেরিকার দাবি দু’টিই। আসলেই যে দেশটির ভেতরে এক ধরণের অস্থিরতা, তা দিনে দিনে ফুটে উঠছে। কংগ্রেসম্যান অ্যালেক্স মুনি সম্প্রতি এমন এক তথ্য তুলে ধরে বলেন, আমারা যাদের বন্ধু ভাবিনা, তারাই বেশি অর্থ পায় আমাদের কাছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যালেক্স মুনির বক্তব্য তুলে ধরে ‘আজকাল’ জানিয়েছে, দেশটির সব মিলিয়ে দেনার হিসাব ২.৯ লাখ কোটি ডলার। সামগ্রিক দেনার যা পরিমাণ তা দেশের মানুষের গড় দেনার চেয়েও অনেক বেশি। সবচেয়ে বেশি ঋণ রয়েছে চীন ও জাপানের কাছে।

মুনি বলছনে, আমরা চীনের সঙ্গে ব্যবসায়িক লড়াইতে আছে হরদম। ওদের কাছেই রয়েছে বিস্তর দেনা। চীন ও জাপান, দুই দেশের কাছেই ১০,০০০ হাজার কোটি ডলারের ওপর করে দেনা রয়েছে।’

জানুয়ারি মাসে কোভিড নিয়ন্ত্রণে ১.৯ ট্রিলিয়ন ডলার ত্রাণের ব্যবস্থা করেছিল বাইডেন প্রশাসন। ওয়েস্ট ভার্জিনিয়ার সিনেটর মুনি ও আরো অনেকে এই বিপুল অর্থপ্রকল্পের বিরোধিতা করেছিলেন। তিনি বলছেন, ‘এই টাকা আমাদের ফেরত দিতে হবে তাদের, যারা ঠিক মন থেকে আমাদের ভালোবাসে না। ব্রাজিল পায় ২৫৮ বিলিয়ন, ভারত পায় ২১৬ বিলিয়ন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877