স্বদেশ ডেস্ক:
খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের ওষুধ ব্যবসায়ী আকবর আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার সকালে রায়ে ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- মামুন গাজী, মোশারফ হোসেন, নুরুর রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান।
পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৬ জুলাই ভোরে আকবর আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ২১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।