স্বদেশ ডেস্ক: হুবহু ঐশ্বরিয়া! ‘লাকি, নো টাইম ফর লাভ’-এর অভিনেত্রী স্নেহা উলালের কথা বলা হচ্ছে না। এ বারে একেবারে প্রতিবেশী দেশ থেকে নেটাগরিকরা ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো দেখতে এক নারীর সন্ধান দিলেন। স্নেহা উলালের সময়ে এই কাজের দায়ভার নিয়েছিলেন সালমান খান। এ বারে নেটাগরিকরা দায়িত্ব পালন করলেন। পাকিস্তানি আমনা ইমরান এক জন ‘বিউটি ব্লগার’। তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা নেহাতই কম নয়। এখন নেটমাধ্যমের যুগে এক চেহারার দু’টি মানুষকে খুঁজে পেতে খুব একটা কসরত করতে হয় না। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই তার মতো দেখতে এক যুবকের (সচিন তিওয়ারি) খোঁজ পেয়েছিলেন নেটাগরিকরা।