মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

হুবহু ঐশ্বরিয়ার দেখা মিলল পাকিস্তানে!

হুবহু ঐশ্বরিয়ার দেখা মিলল পাকিস্তানে!

স্বদেশ ডেস্ক: হুবহু ঐশ্বরিয়া! ‘লাকি, নো টাইম ফর লাভ’-এর অভিনেত্রী স্নেহা উলালের কথা বলা হচ্ছে না। এ বারে একেবারে প্রতিবেশী দেশ থেকে নেটাগরিকরা ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো দেখতে এক নারীর সন্ধান দিলেন। স্নেহা উলালের সময়ে এই কাজের দায়ভার নিয়েছিলেন সালমান খান। এ বারে নেটাগরিকরা দায়িত্ব পালন করলেন। পাকিস্তানি আমনা ইমরান এক জন ‘বিউটি ব্লগার’। তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা নেহাতই কম নয়। এখন নেটমাধ্যমের যুগে এক চেহারার দু’টি মানুষকে খুঁজে পেতে খুব একটা কসরত করতে হয় না। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই তার মতো দেখতে এক যুবকের (সচিন তিওয়ারি) খোঁজ পেয়েছিলেন নেটাগরিকরা।

সচিনের একাধিক টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। সে ভাবেই এ বার সামনে এলেন আমনা। চমকে গিয়েছেন নেটাগরিকরা। মিশ্র প্রতিক্রিয়ায় ভর্তি হয়ে গিয়েছে আমনার ছবিগুলির কমেন্ট বক্স। কেউ কেউ আমনার দিকে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। দাবি জানাচ্ছেন, ঐশ্বরিয়াকে নকল করার চেষ্টা করছেন তিনি। কেউ আবার তাকে ঐশ্বরিয়ার চাইতেও সুন্দর বলছেন। তবে আমনার নেট-পাড়া ঘুরে এলে বোঝা যাবে, বিশ্বসুন্দরীর খেতাব পাওয়া অভিনেত্রী ঐশ্বরিয়াকে অনুসরণ করেন তিনি। সাদা ওভারকোট পরে একটি ছবি পোস্ট করেছেন আমনা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘বুলেয়া’ গানটিতে ঐশ্বরিয়া ঠিক যেমনটি সেজেছিলেন, তেমনই লাগছে তাকে। এ ছাড়াও ঐশ্বরিয়া রাইয়ের ‘মহব্বতে’ ছবির একটি গানে ঠোঁট মিলিয়ে ভিডিও করেছেন আমনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877