মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

ইয়াশ রোহান ও দীঘির ‘শেষ চিঠি’

ইয়াশ রোহান ও দীঘির ‘শেষ চিঠি’

স্বদেশ ডেস্ক:

প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন ইয়াশ রোহান ও দীঘি। ছবির নাম ‘শেষ চিঠি’। এটি নির্মাণ করবেন সুমন ধর। এতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিতে তুলি চরিত্রে অভিনয় করবেন দীঘি। আর শ্যামল চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সাবেরী আলম।

নির্মাতা সুমন ধর জানান, আগামী ২ মার্চ থেকে ‘শেষ চিঠি’র শুটিং শুরু হবে। এটি মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। গল্পের মূল বিষয়বস্তু হলো, মানুষকে পেশা দিয়ে মূল্যায়ন নয়, তাকে মানুষ হিসেবেই সম্মান করা।

নির্মাতা বলেন, ‘এটি প্রেম ও পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে ছবিটি। তাছাড়া ইয়াশ-দীঘি দুজনই অভিনয়সমৃদ্ধ পরিবারের সন্তান। তাদের দুজনের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা উপভোগ করবেন।’

ইয়াশ রোহান বলেন, ‘সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সঙ্গে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসাথে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করি, কাজটি ভালো হবে।’

দীঘি বলেন, ‘সুন্দর কাজের জন্য আমি সব সময়ই প্রস্তুত। তারই একটি প্রয়াস এই ছবি। ইয়াশ ভাইয়ের সঙ্গে কাজটি দর্শক গ্রহণ করবে বিশ্বাস করি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877