রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

১১৩ কেন্দ্রের মধ্যে ৫৫টিই ঝুঁকিপূর্ণ

১১৩ কেন্দ্রের মধ্যে ৫৫টিই ঝুঁকিপূর্ণ

স্বদেশ ডেস্ক:

আগামীকাল রোববার বগুড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ রিবাজ করছে বগুড়ায়। পৌরসভার মোট ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। ভোটকেন্দ্রগুলোয় নিরাপত্তা দিতে প্রায় দেড় হাজার পুলিশ সদস্যের সঙ্গে আরও দেড় হাজার আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। মাঠে থাকবে ১৩ প্ল্যাটুন বিজিবি। এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৭০ বর্গকিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভায় ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ভোটার রয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৪০ হাজার ৯৬৪, আর পুরুষ ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন। এবার ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন ভোটাররা।

১১৩টি কেন্দ্রের মধ্যে ৫৫টি ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য এই ৫৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর লড়াই হবে। এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি (নৌকা), বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ (জগ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবদুল মতিন (হাতপাখা)। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (মহিলা) ৫০ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোয় তিন স্তরের নিরাপত্তা থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা হিসেবে একজন করে এসআই, একজন করে এএসআই ও চারজন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সাধারণ কেন্দ্রে একজন করে এসআই চারজন করে কনস্টেবল মোতায়েন থাকবে। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে আটজন করে পুরুষ ও চারজন করে নারী আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া ২১টি ওয়ার্ডে একটি করে পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করবে। সঙ্গে স্ট্রাইকিং ফোর্স থাকবে সাতটি। স্ট্যান্ডবাই থাকবে পুলিশের আরও পাঁচটি টিম। সব মিলিয়ে ১ হাজার ৪০০ পুলিশ সদস্য, দেড় হাজার আনসার সদস্যসহ বিজিপি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বগুড়া পৌরসভায় ১১৩টি কেন্দ্রের ৮৩০টি বুথে ২ হাজার ৬০৩ ভোটগ্রহণকারী কর্মকর্তা কাজ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877