শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেনীতে ভয়াবহ আগুনে কোটি টাকার খাবার পুড়ে ছাই!

ফেনীতে ভয়াবহ আগুনে কোটি টাকার খাবার পুড়ে ছাই!

স্বদেশ ডেস্ক:

ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে কারখানার একটি ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে ও পরে তা চারপাশে ছড়িয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগুন জ্বলছিল। এ ঘটনায় কার্টন ফ্যাক্টরি, সেমাই কারখানা, প্রস্তুতকৃত কেকসহ দুটি ঘর পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। ফেনী সোনাগাজী, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেছেন।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা জানান, কার্টনের ফ্যাক্টরির আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় ও নিচের দিক থেকে উপরের দিকে অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় তলার দিকে অগ্রসর হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। দুটি শেড পুরোপুরি পুড়ে যায়। শ্রমিক, দমকল বাহিনীর সদস্যরা বাকি অংশ রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। খবর পেয়ে শ্রমিকদেও স্বজনরাও কারখানার সামনে ভীড় জমায়। এ সময় ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি পুলিশ-র‌্যাব সদস্যরা দমকল বাহিনীকেও সহায়তা করছে।

স্টার লাইন ফুড’র জেনারেল ম্যানেজার রবিউল জানান, এ ঘটনায় ৩০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বাজারজাতকরণের অপেক্ষায় থাকা কোটি কোটি টাকার শুকনো খাদ্য ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’

ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, চৌমুহিনী থেকেও দমকল বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে। কারখানার কার্টন ইউনিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877