বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশানা খান বিয়ে করলেন। পাত্র সারিফ চৌধুরী। থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন ঈশানা নিজেই। তিনি আরো জানান, ১০ জুলাই আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আমরা নতুন জীবন শুরু করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সারিফ চৌধুরীর সঙ্গে ঈশানা খানের প্রেমের সম্পর্ক দুই বছরেরও বেশি সময় ধরে। তবে বিয়ের ঘটনাটা একেবারেই হঠাৎ। সারিফ চৌধুরী ছুটিতে আছেন। ছুটি শেষে তার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা আগামী ১৩ই জুলাই। সঙ্গে যাওয়ার পরিকল্পনা করেছেন ঈশানাও। মূলত এ কারণেই দুই দিনের প্রস্তুতিতে ১০ই জুলাই বিকালে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। এদিকে শোবিজে থাকা প্রসঙ্গে ঈশানা জানান, আপাতত অভিনয় নয়, সংসারেই মন দিতে চান তিনি। প্রসঙ্গত, ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ঈশানা খান। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি জনপ্রিয়তা লাভ করেন।