বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

শুনলাম ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করে না

শুনলাম ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করে না

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসের টিকা নিলেন বাংলা গানের যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্ত্রীসহ টিকার প্রথম ডোজ নেন তিনি।

টিকা নেওয়ার একটি ছবি ফেসবুকে প্রকাশ করে আসিফ লিখেছেন, ‘শুনলাম ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করে না! তাই ছবিটা দিলাম। আজ বঙ্গবন্ধু মেডিক্যালে করোনার ইনজেকশনের প্রথম ডোজ নিলাম আমরা। ম্যানেজমেন্ট খুব ভাল লেগেছে, ধন্যবাদ। একদিকে করোনা আরেকদিকে করোনাবিরোধী ইনজেকশন, দ্বিতীয়টাই পছন্দ করলাম। ধন্যবাদ ডাক্তার শাকিল ভাই।’

এদিকে, বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, চিত্রনায়ক আলমগীর, ব্যান্ড তারকা জেমস, নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, নিমা রহমান, চিত্রনায়ক নাঈম, শাবনাজ প্রমুখসহ অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877