মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

২৩০ আসনে বাম-কংগ্রেস সমঝোতা

২৩০ আসনে বাম-কংগ্রেস সমঝোতা

স্বদেশ ডেস্ক: ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের লড়াইয়ের জন্য বাম- কংগ্রেস সমঝোতা হয়ে গেছে বলে দুদলের পক্ষ থেকে জানান হয়েছে।  দুদলই এখন অপেক্ষা করছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য। এই ফ্রন্টের প্রেসিডেন্ট আব্বাস সিদ্দিকীর ভাই নৌশাদ সিদ্দিকীকে দুদলের পক্ষে জানানো হয়েছে যে বাকি ৬৪টি আসন নিয়ে কথা হতে পারে।  বাম,  কংগ্রেস দুদলই আব্বাসের সঙ্গে জোট গঠনে আগ্রহী। কিন্তু, আব্বাস সিদ্দিকী দুই চব্বিশপরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের এমন কতগুলি আসন চাইছেন যেগুলিতে বাম প্রাধান্য আছে।  ফলত বামরা কতটা আসন ছাড়বে তাই নিয়েই চলছে দ্বন্দ্ব।  এছাড়াও আর জে ডি এবং এন সি পির সঙ্গেও সমঝোতা হচ্ছে বাম,  কংগ্রেসের। তাদেরও কিছু আসন ছাড়তে হবে। আব্বাসের আইএসএফকে অবশ্য শর্ত দিয়েছে বাম-কংগ্রেস যে তাদের আসাউদ্দীন ওয়াইসির এআইএমআইএমের সঙ্গত্যাগ করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877